হবিগঞ্জ প্রতিনিধি : প্রকৃতি ও পরিবেশ রক্ষায় বনায়ন সৃষ্টির জন্য বর্ষা মৌসুমকে সামনে রেখে হবিগঞ্জের হাওর এলাকার বিভিন্ন সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।
হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা ব্যক্তিগত উদ্যোগে এ কর্মসূচি গ্রহণ করেছেন।
মঙ্গলবার দুপুরে তিনি হবিগঞ্জ-বানিয়াচং সড়কে কর্মসূচির উদ্বোধন করে বলেন, হাওর এলাকার সড়কগুলোর সৌন্দর্য বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা ও বনায়ন সৃষ্টির লক্ষ্যে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
তিনি জানান, হবিগঞ্জ-বানিয়াচং সড়কের কালারডুবা থেকে বানিয়াচং থানা পর্যন্ত ৩ শতাধিক ঔষধি, ফলদ ও বনজ বৃক্ষ রোপণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন, ওসি-তদন্ত প্রজিত কুমার দাস, সুবিদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জয় কুমার দাস, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সহ সভাপতি এস এম সুরুজ আলী, সাবেক সাধারণ সম্পাদক মো ছানু মিয়া, সাংবাদিক আনোয়ার হোসেন ও আক্তার হোসেন আলহাদী।
পুলিশ সুপার পরে বানিয়াচং উপজেলার কুরশা খাগাউড়ায় প্রস্তাবিত পুলিশ তদন্ত কেন্দ্রের অস্থায়ী অফিস ও ব্যারাক উদ্বোধন করেন। তিনি সেখানেও বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ শওকত আরেফিন সেলিম।
Leave a Reply