হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে হাওর এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও জীব বৈচিত্র সংরক্ষণে ইমামদের মাধ্যমে উদ্ধুদ্ধকরণ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ সেমিনারের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন। এর উদ্বোধন করেন, হবিগঞ্জ-৩ আসনের সাংসদ অ্যাডভোকেট মো. আবু জাহির। সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার। রিসোর্সপার্র্সন ছিলেন, প্রকল্প পরিচালক মো. আব্দুর রাজ্জাক ও ইসালামিক ফাউন্ডেশন হবিগঞ্জের উপ পরিচালক শাহ মোহাম্মদ নজরুল ইসলাম।
সেমিনারে জানানো হয়, ৫৪ প্রজাতির মাছ ধবংসের পথে। এগুলোকে রক্ষা করতে হাওড় অঞ্চলের ২৬ হাজার ইমামকে দায়িত্ব নিতে হবে। প্রতি খুৎবায় এ জন্য প্রণোদনা দেওয়া হবে।
Leave a Reply