হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে হাইব্রিড হীরা-২ জাতের ধানের নকল বীজ বিক্রির অভিযোগে একটি দোকান সিলগারা করা হয়েছে।
এই দোকানে বিভিন্ন কোম্পানির মোড়কে নকল বীজ তৈরি করে কাজল রায় নামে এক ব্যবসায়ী বিক্রি করছিলেন বলে অভিযোগ রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আমীন পাপ্পার নেতৃত্বে পরিচালিত আনোয়ারপুর এলাকায় অভিযানকালে এই দোকান সিলগালা করা হয়; কিন্তু এর আগেই মালিক কাজল রায় দোকানে তালা মেরে সটকে পড়েন। ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা তালা ভেঙ্গে দোকানে ঢুকে বিভিন্ন কোম্পানির নাম মুদ্রিত বিপুল পরিমাণ মোড়ক ও স্টিকার, হীরা-২ জাতের ধানের বীজের প্যাকেট এবং নানা সরঞ্জাম জব্দ করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আমীন পাপ্পা জানান, আটককৃত মালামাল পরীক্ষা করে নকল বলে প্রমাণিত হলে মামলা করা হবে।
ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি সামসুল হুদা এবং ধান ও বীজ সমিতির নেতৃবৃন্দ সহ এলাকার ব্যবসায়ীগণ এ সময় উপস্থিত ছিলেন।
Leave a Reply