হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের অলিপুরে অবস্থিত একটি কারখানায় হাইড্রোজেন অক্সাইডের ড্রাম বিস্ফোরণে হয়ে ৬ শ্রমিক বিষক্রিড়ায় আক্রান্ত হয়েছেন। রবিবার রাত সাড়ে ৮ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। গুরুতর অবস্থায় ঐ শ্রমিকদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানান, শায়েস্তাগঞ্জের অলিপুরে হবিগঞ্জ টেক্সটাইল স্টোরে কাজ করার সময় হঠাৎ হাইড্রোজেন অক্সাইডের একটি ড্রামে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই এই রাসায়নিক পদার্থ কক্ষের চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ঐ শ্রমিকরা বিষে আক্রান্ত হন। তাৎক্ষণিক অন্যান্য শ্রমিক তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসেন।
অবস্থার অবনতি ঘটলে দ্রুত রাত সাড়ে ৯টার দিকে তাদেরকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
Leave a Reply