হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার টঙ্গিঘাট গ্রামে জমিতে হাঁসের ধান খাওয়াকে কেন্দ্র করেন দুইপক্ষের সংঘর্ষে বৃদ্ধাসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে।
সংঘর্ষকালে ৬টি বাড়ি ভাংচুর ও নদগ অর্থ লুট হয় বলেও অভিযোগ করা হয়েছে।
পুলিশ ও আহতদের পরিবারের সদস্যরা জানায়, টঙ্গিঘাট গ্রামের নূর মোহাম্মদের বাড়ির কয়েকটি হাঁস একই গ্রামের সিরাজ মিয়াদের ধান খেয়ে ফেলে। এসময় সিরাজ মিয়া ও তার সন্তানেরা হাঁসগুলোকে আঘাত করলে ৩টি হাঁস মারা যায়।
এ নিয়ে নূর মোহাম্মদ ও সিরাজ মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সিরাজ মিয়া ও তার স্বজনরা নূর মোহাম্মদের উপর হামলা চালায়। এ খবর নূর মোহাম্মদের স্বজনদের নিকট পৌঁছলে উভয়পক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জের ধরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় নূর মোহাম্মদের পক্ষের লোকজনের বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাট হয় বলে অভিযোগ করা হয়েছে।।
প্রায় ৩ ঘণ্টা সংঘর্ষ চলে। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো মাসুক আলী জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
Leave a Reply