হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে অঘোষিত পরিবহণ ধর্মঘট চলছে। বুধবার দুপুর ১টার পর হঠাৎ করে জেলার অভ্যন্তরীণ ও আন্তঃজেলা বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে চরম দুর্ভোগে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। তবে পরিবহণ মালিক ও শ্রমিক নেতারা ধর্মঘটের কথা অস্বীকার করে বলছেন, শ্রমিকরা আতঙ্কে গাড়ি চালানো থেকে বিরত রয়েছেন।
যাত্রীরা জানান, হঠাৎ বাস চলাচল বন্ধ রাখায় তারা দারুণ বিপাকে পড়েছেন। এমন সিদ্ধান্ত সঠিক হয়নি। আগে জানান দিয়ে ধর্মঘট ডাকলে তারা বিকল্প চিন্তা করতেন।
এ সম্পর্কে জানতে চাইলে জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সজিব আলী জানান, কোন শ্রমিক সংগঠন ধর্মঘট ডাকেনি। বিভিন্ন স্থানে ধর্মঘট হওয়ায় শ্রমিকরা আতংকিত হয়ে গাড়ি চালানো বন্ধ রেখেছেন।
যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ জানান, শ্রমিকরা গাড়ি চালানো থেকে বিরত রয়েছেন। এ ব্যাপারে তারা কিছুই করতে পারছেন না।
পরিবহন শ্রমিকরা জানান, শাস্তির বোঝা মাথায় নিয়ে তারা গাড়ি চালাবেন না। আইনে তাদের সাজা কমাতে হবে। সহজ শর্তে পরিবহণ ও ড্রাইভিং লাইসেন্স দিতে হবে।
হবিগঞ্জ পৌর বাস টার্মিনালে গিয়ে জানা যায়, সকাল থেকে সিলেট ও ঢাকার উদ্দেশ্যে বাসগুলো ছেড়ে গেছে। অন্যান্য গন্তব্যেও যান চলাচল স্বাভাবিক ছিল; কিন্তু দুপুরে হঠাৎ সব রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।
মৌলভীবাজার প্রতিনিধি : নতুন সড়ক পরিবহণ আইন সংশোধনের দাবিতে পরিবহণ শ্রমিকদের অঘোষিত ধর্মঘটের জের ধরে মৌলভীবাজারে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
হানিফ ও এনা পরিবহণের কর্মকর্তারা জানান, মৌলভীবাজার সহ দেশের বিভিন্ন মহাসড়কে ব্যারিকেড দিয়ে শ্রমিকরা গাড়ি ভাংচুর করছেন বলে খবর পেয়ে তারা রাস্তায় গাড়ি নামানোর ভরসা পাচ্ছেন না। তাই বুধবার দুপুর থেকে বন্ধ রেখেছেন।
এদিকে মৌলভীবাজারে সব ধরনের বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদেরকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেকে দ্বিগুণ ভাড়া দিয়ে সিএনজি অটোরিকসা ও প্রাইভেট কারে গন্তব্যে পৌঁছতে চেষ্টা করছেন।
Leave a Reply