হবিগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জে বাস চলাচলে প্রশাসনের বাধা প্রদানের প্রতিবাদে ও সকল অবৈধ যানবাহন বন্ধের দাবিতে হবিগঞ্জের সকল সড়কে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।
শুক্রবার সকাল থেকে সকল অভ্যন্তরীণ সড়কে বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন মালিক-শ্রমিকরা। এর ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদেরকে।
বিশেষ করে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার্থীদেরকে কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছতে হচ্ছে। এই সুযোগে ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে সিএনজি অটোরিকশা ও লেগুনার। এরপরও অনেককে বাধ্য হয়েই যাতায়াত করতে দেখা গেছে।
অন্যদিকে অনেক যাত্রীকে দীর্ঘক্ষণ বসে থাকতে দেখা গেছে পর্যাপ্ত যানবাহনের অভাবে। অনেকে দীর্ঘক্ষণ বসে থেকেও যানবাহনের গন্তব্যে যেতে পারছেন না।
উল্লেখ্য, হবিগঞ্জ মটর মালিক গ্রুপ বৃহস্পতিবার হঠাৎ করেই শুক্রবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষণা দেয়।
Leave a Reply