হবিগঞ্জ প্রতিনিধি : সড়ক ও জনপথ অধিদফতরের ওয়ার্কচার্জ শ্রমিকদের চাকরি নিয়মিত করার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন জেলা সংসদের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি সফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শরীফ উল্লাহ, জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম, সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়নের বিভাগীয় নেতা এজাজ আহমেদ, জেলা সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সহ সভাপতি আব্দুল বারেক, সাংগঠনিক সম্পাদক মিন্নত আলী ।
বক্তারা বলেন, যতদিন পর্যন্ত দাবি আদায় না হবে, ততদিন পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।
Leave a Reply