হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর এ দুর্ঘটনাটি ঘটে সদর উপজেলা বৈদ্যারবাজার এলাকায়।
পুলিশ জানায়, বানিয়াচঙ্গ থানা থেকে মোটরসাইকেল যোগে কনস্টেবল এমরান আহমেদ বাহুবল উপজেলার মিরপুর এলাকায় থানার একটি কাজে যাচ্ছিলেন। সদর উপজেলার বৈদ্যারবাজার এলাকায় পৌঁছলে বেপরোয়া একটি ট্রাকের সাথে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকার লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ট্রাকটি আটক করেছে।
Leave a Reply