হবিগঞ্জ প্রতিনিধি : সড়ক ও জনপথ অধিদফতরের ৭ হাজার ৫৯ জন ওয়ার্ক-চার্জ শ্রমিক কর্মচারীর চাকরি নিয়মিত করার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জে মানববন্ধন করা হয়েছে।
রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি সফিকুল ইসলাম ও আব্দুর রশিদ সহ অন্যান্য নেতা।
বক্তারা বলেন, এই শ্রমিক কর্মচারীদের চাকরি নিয়মিত করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন; কিন্তু এখন পর্যন্ত সংশ্লিষ্ট মন্ত্রণালয় সেই নির্দেশ বাস্তবায়ন করেনি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।
Leave a Reply