হবিগঞ্জ প্রতিনিধি : সড়ক ও জনপথ অধিদফতরের ৭ হাজার ৫৯ জন ওয়ার্কচার্জড শ্রমিকের চাকরি নিয়মিত করার দাবিতে সারাদেশের ন্যায় হবিগঞ্জেও সোমবার দ্বিতীয়দিনের মতো কর্মচারীরা কর্মবিরতি পালন করেছেন।
বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক র্কমচারী ইউনিয়নের সভাপতি সফিকুল ইসলাম জানান, এই ওয়ার্কচার্জড শ্রমিকদের চাকরি নিয়মিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন; কিন্তু এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা মন্ত্রণালয় তা করেনি।
তিনি জানান, প্রাথমিকভাবে ৩০ নভেম্বর পর্যন্ত কর্মবিরতি চলবে। এতে দাবি পূরণ না হলে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
Leave a Reply