হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা শুরু হয়েছে।
রবিবার সকালে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে সুরমা জোনের ৮টি জেলাকে নিয়ে এই প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার আ স ম সামছুর রহমান ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা।
উদ্বোধনী দিনে সিলেট ৪৪-১৭ পয়েন্টে নরসিংদী জেলাকে, হবিগঞ্জ ৩৮-৩৪ পয়েন্টে চাদপুর জেলাকে, মৌলভীবাজার ৩২-১৩ পয়েন্টে সুনামগঞ্জ জেলাকে এবং কুমিল্লা ৩৩-১৪ পয়েন্টে ব্রাহ্মণবাড়ীয়া জেলাকে পরাজিত করে।
Leave a Reply