হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধ নিয়ে স্বর্ণ ব্যবসায়ী ও পুলিশ কর্তৃপক্ষের মধ্যে মতবিনিময় হয়েছে।
সোমবার রাতে হবিগঞ্জ শহরের শংকর সিটির কনভেশন সেন্টারে এর আয়োজন করা হয়।
হবিগঞ্জ স্বর্ণ ও রৌপ্য ব্যবসায়ী সমিতির সভাপতি স্বদীপ কুমার বণিকের সভাপতিত্বে এবং বিজয় বণিক দ্বিজুর পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্তি পুলিশ সুপার রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ সদর মডেল থানার ওসি তদন্ত জিয়াউর রহমান ও চৌধুরী বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার দাস। অন্যদের মধ্যে বক্তৃতা করেন, হবিগঞ্জ স্বর্ণ ও রৌপ্য ব্যবসায়ী সমিতির সহ সভাপতি স্বপন লাল বণিক, সাধারণ সম্পাদক শিশির চন্দ্র বণিক ও বিজয় রায় বণিক।
প্রধান অতিথি অতিরিক্তি পুলিশ সুপার রবিউল ইসলাম স্বর্ণ ব্যবসায়ীদের নিরাপত্তার স্বার্থে দোকানের সামনে সিসি ক্যামেরা লাগানো সহ আরো কিছু পরামর্শ দেন।
Leave a Reply