হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন সাঁতারুকে নিয়ে আয়োজিত সপ্তাহব্যাপী সাঁতার প্রশিক্ষণ শেষ হয়েছে।
জেলা ক্রীড়া দপ্তরের উদ্যোগে হবিগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগা পুকুরে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
রবিবার সকালে প্রধান অতিথি হিসাবে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন, হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান।
প্রশিক্ষণে হবিগঞ্জ সদর উপজেলার অ্যাডভোকেট আবু জাহির উচ্চ বিদ্যালয়, আলী ইদ্রিছ হাই স্কুল ও বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩০ জন সাতারু অংশ গ্রহণ করেন। এর মাঝে ছিলেন, ১৫ জন পুরুষ ও ১৫ জন নারী। আলী ইদ্রিছ হাই স্কুলের প্রধান শিক্ষক লিটন মিয়া প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন।
Leave a Reply