হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে চাঞ্চল্যকর স্কুল ছাত্র তৌকির হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।
বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাফরোজা পারভীন এই রায় ঘোষণা করেন।
কারাদণ্ডপ্রাপ্তরা হলো হবিগঞ্জ শহরের শ্যামলী এলাকার হিরাজ মিয়ার ছেলে হেলাল উদ্দিন তুর্কি, নাতিরাবাদ এলাকার নানু মিয়ার ছেলে রনি, ইনাতাবাদ এলাকার ইদু মিয়ার ছেলে সাদ্দাম ও আব্দুল গফুরের ছেলে নিয়াজ এবং নাতিরাবাদ এলাকার সিদ্দিক মিয়ার ছেলে আক্তার মিয়া। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৮ জনকে বেকসুর খালাস দেয়া হয়।
২০০৯ সালের ২৪শে সেপ্টেম্বর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শহরের তিনকোনা পুকুর পাড় এলাকায় বাসা থেকে ডেকে নিয়ে প্রকাশ্যে স্কুল ছাত্র তৌকিরকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহত তৌকিরের পিতা আব্দুল বারিক বাদি হয়ে সদর থানায় ১২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ১৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
Leave a Reply