হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জে স্কুলভিত্তিক ‘মাদক, দাঙ্গা ও জঙ্গি বিরোধী’ রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বুধবার সকালে শিবপাশা উচ্চ বিদ্যালয় মিলায়তনে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা।
স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি এটিএম জিল্লুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান, থানার ওসি মোশারফ হোসেন তরফদার, ওসি-তদন্ত আব্দুর রহিম, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তকছির মিয়া ও উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
Leave a Reply