হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে সিলেট এসোসিয়েশন অব ইউএসএর উদ্যোগে ও সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সফিকুর রহমান সাফাতের আর্থিক সহযোগিতায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান, বর্তমান সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম সুরুজ আলী ও সাবেক সাধারণ সম্পাদক ছানু মিয়া। পরিচালনায় ছিলেন, দ্যা হোয়াইট রোজ সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক কাউছার আহমেদ।
Leave a Reply