হবিগঞ্জ প্রতিনিধি : দি সিনিয়র সিটিজেন সোসাইটি হবিগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার শহরের একটি চাইনিজ রেস্তেুারায় এর আয়োজন করা হয়। এর আগে এক সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি প্রাক্তন বিভাগীয় কমিশনার ফজলুর রহমান। সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আহমেদের পরিচালনায় বক্তৃতা করেন, অধ্যাপক মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ডা আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক ও ইঞ্জিনিয়ার মোশাহিদ খান।
এছাড়াও উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চ্যানেল আই প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি এস এম সুরুজ আলী।
সভায় অসহায়দের সাহায্যে তহবিল সংগঠনের জন্য দি সিনিয়র সিটিজেন সোসাইটির সহ সভাপতি প্রাক্তন ব্যাংকার শেখ বদরুদ্দিন আহমেদকে আহ্বায়ক এবং সহ সভাপতি মোশাহিদ খান ও অর্থ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডা আব্দুর রবকে সদস্য করে একটি কমিটি গঠন করা হয়।
পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
Leave a Reply