হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ-৩ আসনের সাংসদ অ্যাডভোকেট আবু জাহির শহরের বিশেষ ওএমএস কার্ডধারী সাড়ে ৯ হাজার মানুষের চালের দাম পরিশোধ করলেন।
রবিবার দুপুরে শহরের ৫টি পয়েন্টে ডিলারদের হাতে তার ব্যক্তিগত তহবিল থেকে চালের টাকা পরিশোধ করেন। পুরো রমজান মাস জুড়ে এ সুবিধা অব্যাহত থাকবে।
হবিগঞ্জ পৌরসভায় ৯ হাজার ৬শ বিশেষ ওএমএস কার্ডধারী রয়েছেন। তারা প্রতিমাসে ১০ টাকা কেজি দরে ২ দফায় ২০ কেজি চাল কিনতে পারেন; কিন্তু ‘করোনা’ পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়ায় অনেকেই এখন দাম পরিশোধ করতে অক্ষম। বিষয়টি জানতে পেরে সাংসদ আবু জাহির এগিয়ে আসেন।
সাংসদ জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তিনি অস্বচ্ছল লোকদের পাশে দাঁড়িয়েছেন।
Leave a Reply