বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত সালেহ আহমেদ নক আউট ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলায় বানিয়াচং এফসি ফুটবল একাদশকে টাইব্রেকারে হারিয়ে মক্রমপুর সেলিম চৌধুরী ফুটবলে একাডেমি সেমিফাইনালে উঠেছে।
বুধবার (২৭ নভেম্বর) বিকেলে ২য় রাউন্ডের এই খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রথমার্ধে বানিয়াচং এফসি ফুটবল একাদশ ১ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে সেলিম চৌধুরী ফুটবল একাডেমি ১টি গোল করলে সমতা ফিরে আসে। পরে টাইব্রেকারে ফলাফল নির্ধারিত হয়।
খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন সেলিম চৌধুরী ফুটবল একাডমির গোলকিপার। রেফারির দায়িত্ব পালন করেন, আব্দুল মতিন। সহকারী রেফারি ছিলেন, আনোয়ার আলী ও সফিক মিয়া। অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করেন, কাজল।
মক্রমপুর সেলিম চৌধুরী ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা সেলিম চৌধুরী ও পরিচালক জসিম চৌধুরী খেলায় বিজয়ী হওয়ায় খেলোয়াড়, দর্শক ও আয়োজকদের অভিনন্দন জানান।
পরিচালক জসিম চৌধুরী জানান, তাদের খেলোয়াড়দের চমক দেখানোর ধারা অব্যাহত থাকবে।