বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জে সামাজিক সংগঠন নাগরিক অধিকারের অভিষেক অনুষ্ঠানেউপলক্ষে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি/২ পৌষ) সকাল ১১টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি আনোয়ার জাহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অপু আহমেদ রওশনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আতিকুল হক। বিশেষ অতিথি ছিলেন, নাগরিক অধিকারের উপদেষ্টামণ্ডলীর সদস্য হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক ফজলুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, মার্চেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো মফিজুর রহমান বাচ্চু, হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি সামসুল হুদা, তৌহিদুল ইসলাম তৌহিদ, আব্দুল আওয়াল মজনু, প্রভাষক এস এম লুৎফুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু হাসিব খান চৌধুরী পাবেল ও জহিরুল হক তাহির।
এছাড়াও উপস্থিত ছিলেন, নাগরিক অধিকারের সহসভাপতি কাওছার আমীর, শেখ আব্দুল হাকিম, আব্দুল কাইয়ুম, শেখ জালাল, এস এম সুরুজ আলী, কামরুল ইসলাম তালুকদার, লায়ন আনোয়ার হোসেন, সাংবাদিক ছানু মিয়া, আমিন আলী সিদ্দিক, দিপ্ত রায়, আশাহীদ আলী আশা, শেখ হারুনুর রশিদ, সোহেল আহমেদ রানা, আব্দুল আজিজ, মুজিবুর রহমান, সাইফুর রহমান তারেক, লিটন রায়, মো রহিম মিয়া, কাইরুল ইসলাম ও এস কে সুজন।
পরে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।