হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে সামাজিক সংগঠন সম্প্রতির অভিষেক ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ডা মুশফিক হুসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী মো নূরুল ইসলাম, সম্প্রতির উপদেষ্টা সৈয়দ সোহেল ও শাহিন মিয়া। সংগঠনের সভাপতি জাকারিয়া আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান পাবেলের পরিচালনায় আন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মুজিবুর রহমান মুজিব, এস এম সাইফুল, আবিদ আলী, কামরুল উদ্দিন ইমন, মামুনুর রশিদ, মোহন সিদ্দিকী, সবুজ আলী, এম এ পারভেজ ও বদরুল আলম জয়।
Leave a Reply