এস এম সুরুজ আলী, হবিগঞ্জ : ‘করোনা ভাইরাস’ সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে দেশে সাধারণ ছুটি ঘোষণা সহ সরকার থেকে বারবার আহ্বান জানানো সত্ত্বেও হবিগঞ্জে অনেকে তা মানছেনা।
ভয়ঙ্কর ‘করোনা ভাইরাস’ সংক্রমণ থেকে রেহাই পাওয়ায় অন্যতম উপায় মানুষের মধ্যে পারস্পরিক দূরত্ব বজায় রাখা। এজন্যে গণপরিবহণও বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি সেনা সদস্যরা মানুষকে সামাজিক দূরত্ব বজায় রাখতে বাসায় অবস্থানের পরামর্শ দিচ্ছেন।
প্রথমদিকে এই পরামর্শ কাজে লেগেছিল বলে মনে করা গেলেও মঙ্গলবার থেকে আবার রাস্তাঘাটে লোক চলাচল বাড়তে শুরু করেছে। চলতে শুরু করেছে হালকা যানবাহন। এতে সংক্রমণ আশংকা বিরাজ করছে।
সকালে হবিগঞ্জ জেলা শহরের প্রাণকেন্দ্র চৌধুরী বাজার সহ প্রধান প্রধান রাস্তায় জনসমাগম ও হালকা যান চলাচল করতে দেখা যায়। উপজেলা সদরগুলোতে এ চিত্র আরো ভয়াবহ। সময় যত যাচ্ছে, জনসমাগম তত বেড়েই চলেছে।
Leave a Reply