হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের চেহলাম অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে খতমে কোরআন, দোয়া মাহফিল ও শিরনি বিতরণ করা হয়।
শনিবার দুপুরে শহরের শংকর সিটির রমা কনভেশন সেন্টারে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভারও আয়োজন করা হয়।
এতে বক্তৃতা করেন. জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও জেলা সাধারণ সম্পাদক শংকর পাল, জেলা সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, সদর উপজেলা সভাপতি অধ্যাপক আবিদুর রহমান, জেলা নেতা তাজ উদ্দিন আহমেদ বাবুল, যুবসংহতির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কাজল আহমেদ, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শিবলী খায়ের, জেলার সাবেক সভাপতি প্রভাষক লুৎফুর রহমান ও ছাত্রসমাজ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ময়না।
Leave a Reply