হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে লাখো মানুষ চোখের জলে সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ‘পইলের সাব’ নামে খ্যাত সৈয়দ আহমদুল হককে শেষ বিদায় জানিয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৩টায় পইল নতুন বাজার মাঠে সৈয়দ আহমদুল হকের নামাজে জানজা অনুষ্ঠিত হয়। এতে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। পরে পইল গ্রামে পারিবারিক কবরস্থানে মরদেহ সমাহিত করা হয়।
নামাজে জানাজার আগে সৈয়দ আহমদুল হকের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন, সাংসদ অ্যাডভোকেট আবু জাহির, অ্যাডভোকেট আব্দুল মজিদ খান ও দেওয়ান শাহনেওয়াজ মিলাদ গাজী, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, প্রাক্তন বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন, বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা সাখাওয়াত হাসান জীবন, পৌর মেয়র মিজানুর রহমান মিজান, প্রাক্তন মেয়র জি কে গউছ, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী সহ বিভিন্ন উপজেলা চেয়ারম্যান।
সৈয়দ আহমদুল হক দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার রাত দেড়টায় নিজবাড়িতে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
Leave a Reply