হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির এবার সদর, শায়েস্তাগঞ্জ ও লাখাই উপজেলার ২ হাজার ৭শ অস্বচ্ছল মানুষকে নিজের বেতন ও ভাতার টাকা দিয়ে ঈদের খাবার দিয়েছেন।
শনিবার দিনভর তিনি বিভিন্নস্থানে গিয়ে চাল, তেল, সেমাই, ময়দা ও চিনি বিতরণ করেন।
এসময় তার সঙ্গে ছিলেন, আওয়ামী লীগ নেতা সৈয়দ আফজাল আলী দুদু, আব্দুর রহমান, আব্দুল মুকিত, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান হিরো ও এনামুুল হক শেখ কামাল।
অ্যাডভোকেট আবু জাহির জানান, তার এই সহায়তা অব্যাহত থাকবে।
এর আগে তিনি ১০ হাজার ওএমএস কার্ডধারীর মাথাপিছু ৩০ কেজি করে চালের দাম পরিশোধ করেন।
Leave a Reply