হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে এক দিনেই সাংবাদিক, চিকিৎসক, ব্যাংকার, পুলিশ ও বিচারক সহ ১১৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
ডেপুটি সিভিল সার্জন ডা মুখলেছুর রহমান উজ্জ্বল জানান, আক্রান্তদের মধ্যে সদর উপজেলারই ৫৯ জন। এছাড়া মাধবপুরে ১৭ জন, চুনারুঘাটে ১৬ জন, নবীগঞ্জে ১৫ জন, বাহুবলে জন ৯ ও বানিয়াচংয়ে ১ জন রয়েছেন।
আক্রান্তদের মধ্যে একজন ডাক্তার, একজন সাংবাদিক, তিন জন ব্যাংকার, একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ১৩ জন বিচার বিভাগীয় কর্মচারী এবং বেশ কয়েকজন পুলিশ সদস্য রয়েছেন।
এ নিয়ে জেলায় এপর্যন্ত ৭২২ জন আক্রান্ত হলেন। সুস্থ হয়েছেন ২১৮ জন আর মারা গেছেন ৬ জন।
Leave a Reply