হবিগঞ্জ প্রতিনিধি : চ্যানেল এস হবিগঞ্জ জেলা সহকারী প্রতিনিধি সিরাজুল ইসলাম জীবনকে গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে সাংবাদিকরা বিক্ষুব্ধ হয়ে উঠেছেন। তারা জানিয়েছেন, তাকে অবিলম্বে মুক্তি না দিলে শনিবার অন্দোলনের কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সাংবাদিক নেতৃবৃন্দ জানান, বৃহস্পতিবার দিনগত রাত প্রায় ২টার দিকে পুলিশ শহরের গরুর বাজার এলাকায় সিরাজুল ইসলাম জীবনের বাসায় তল্লাশি চালায়। এ সময় তিনি তল্লাশির কারণ জানতে চাইলে তার সাথে পুলিশের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সিরাজুল ইসলাম জীবন পুলিশের উপর হামলা করেছেন বলে অভিযোগ করে তাকে থানায় নিয়ে গিয়ে নির্যাতন চালানো হয়।
এই গ্রেফতারের প্রতিবাদে শুক্রবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে জরুরি সভা ডাকা হয়। এতে বক্তারা ইফতারের পূর্বে সিরাজুল ইসলাম জীবনকে নিঃশর্ত মুক্তি দেয়ার দাবি জানান।
এছাড়া বিকেল ৪টায় থানার সামনের রাস্তায় অবরোধ কর্মসূচি পালন করেন।
Leave a Reply