হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে দৈনিক খোয়াইর সিনিয়র রিপোর্টার জুয়েল চৌধুরীর উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতার দাবিতে সাংবাদিকরা সমাবেশ করেছেন।
সোমবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি ইসমাঈল হোসেন, সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির, সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রাসেল চৌধুরী ও জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নূর উদ্দিন।
সমাবেশে বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সমাবেশে অভিযোগ করা হয়, রবিবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের বেবিস্ট্যান্ড এলাকায় অব্যাহতিপ্রাপ্ত এপিপি অ্যাডভোকেট আবুল কালামের নেতৃত্বে এই হামলা চালানো হয়। আহত সাংবাদিক জুয়েল চৌধুরীকে হাসপতালে ভর্তি হয়েছে।
Leave a Reply