হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলায় কর্মরত সাংবাদিকদের উপর হামলা, নির্যাতন ও হুমকির প্রতিবাদে সাংবাদিকরা মানববন্ধন করেছেন।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা সাংবাদিক ফোরামের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের সভাপতি এমদাদুল হক সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূর উদ্দিনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রাসেল চৌধুরী, সাবেক সভাপতি প্রদীপ দাশ সাগর ও শাকিল চৌধুরী।
বক্তারা অবিলম্বে সাংবাদিকদের উপর হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।
Leave a Reply