হবিগঞ্জ প্রতিনিধি : গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্মআহবায়ক ও হবিগঞ্জ জেলা শাখার আহবায়ক অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান বলেছেন, এই সরকারের অধীনে গণঅধিকার পরিষদ কোন নির্বাচনে অংশ নেবে না। গণঅধিকার পরিষদ জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।
বুধবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
চৌধুরী আশরাফুল বারী নোমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, রাজনৈতিক দল নিবন্ধনে নির্বাচন কমিশনের শর্তসমূহ ইতোমধ্যে তারা পূরণ করেছেন।
মতবিনিময় সভায় দলের জেলা সদস্য সচিব আবুল হোসেন জীবনও বক্তব্য রাখেন। আরও উপস্থিত ছিলেন, জেলার যুগ্মআহবায়ক কমান্ডার এম এ খালেক, সিরাজুল ইসলাম, আব্দুল আলী, নবীগঞ্জ উপজেলা শাখার আহবায়ক রজব আলী, সদস্য সচিব নুরুল আমীন পাঠান, হবিগঞ্জ সদর উপজেলা শাখার সদস্য সচিব জাকারিয়া, আবরার হোসেন জুয়েল, ছাত্র অধিকার পরিষদ জেলা শাখার আহবায়ক রাসেল আহমেদ, যুগ্মআহবায়ক রুহুল আমিন, রাশেদা খানম চম্পা, তামান্না ওলি ও জুনায়েদ আহমেদ।
Leave a Reply