হবিগঞ্জ প্রতিনিধি : পুলিশ গাড়ি চোর চক্রের প্রধান আবু তালিব ওরফে লেংরা তালেবকে ৪ সহযোগীসহ গ্রেফতার করেছে।
চোরাই গাড়ি ছাড়িয়ে নেয়ার ফাঁদ পেতে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের পাইকপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের নিকট থেকে ৫টি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে গ্রেফতারকৃতরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এতে তারা গত ১০ বছরে প্রাইভেট কার, মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশাসহ ১ হাজারেরও বেশি গাড়ি চুরি করেছে বলে জানায়। তাদের দলে দেশজুড়ে ৫ শতাধিক সদস্য রয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে করে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা। এসময় অতিরিক্ত পুলিশ সুপার এস এম ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ও সদর থানার ওসি মাসুক আলী উপস্থিত ছিলেন।
গ্রেফতারকৃত অন্যরা হচ্ছে, সুনামগঞ্জের ছাতক উপজেলার আন্দাইরগাঁওয়ের জালাল উদ্দিন, তাহিরপুর উপজেলার গাগড়ার হেলাল মিয়া, সিলেটের ওসমানীনগর উপজেলার কাফতিয়রের আলতাফ ও মৌলভীবাজারের কনকপুরের হুমায়ূন আহমেদ।
Leave a Reply