হবিগঞ্জ প্রতিনিধি : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জে হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ অনু্ষ্ঠিত হয়েছে।
করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশনা উপেক্ষা করে শুক্রবার জুম্মার নামাজ শেষে শহরের খোয়াইমুখ সংলগ্ন নূরুল হেরা জামে মসজিদের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দেশে আলেম, ওলামা ও মাদরাসা নিশ্চিহ্ন করতে সরকার আলেমদেরকে হত্যা করছে।
তারা সরকারকে হুশিয়ার করে দিয়ে বলেন, নির্যাতন বন্ধ না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
বক্তারা গণমাধ্যমকে মিথ্যা সংবাদ প্রচার থেকে বিরত থাকতে আহ্বান জানান।
Leave a Reply