হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ৭টায় শহরের চৌধুরীবাজার কেন্দ্রীয় জামে মসজিদ ও বায়তুন আনাম জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে ঈদের একাধিক জামাত অনুষ্ঠিত হয়।
বায়তুল আনাম জামে মসজিদে ঈদের জামাতে ইমামতি করেন, মাওলানা মুফতি আলমগীর হোসেন সাইফী। সেখানে নামাজ আদায় করেন, সাংসদ অ্যাডভোকেট আবু জাহির ও সাংসদ অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। এছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার লোকজন জামাতে অংশ নেন।
চৌধুরীবাজার কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের জামাতে ইমামতি করেন, মাওলানা মুফতি আব্দুল মজিদ পিরিজপুরী।
বানিয়াচং উপজেলার আতুকুড়া জামে মসজিদে ঈদের জামাতে ইমামতি করেন, মাওলানা শাহনূর আলম মোজাহেদী।
ঈদের জামাত শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ ও বিশ্ববাসীর সুখ, শান্তি ও ‘করোনা’ থেকে মুক্তি কামনা করা হয়।
Leave a Reply