হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের গরু বাজার এলাকার পাচারকালে প্রায় ২ হাজার বস্তা সরকরি চাল জব্দের ঘটনা তদন্তে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তারকে আহ্বায়ক এবং জেলা খাদ্য কর্মকর্তা ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-তদন্তকে সদস্য করে এ তদন্ত কমিটি গঠন করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক তারেক মোহাম্মদ জাকারিয়া জানিয়েছেন, ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে কমিটিকে বলা হয়েছে।
উল্লেখ্য, বুধবার রাতে শহরের গরুর বাজার এলাকায় ব্যবসায়ী হাবিবুর রহমান খানের সুরমা অটোরাইছ এন্ড ফ্লাওয়ার মিলে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়।
Leave a Reply