হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে নানা কর্মসূচিতে মহান মে দিবস পালেত হয়েছে।
এ উপলক্ষে জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোস শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বুধবার সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।
এছাড়াও সকালে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দও অংশ নেন।
পরে এক সমাবেশে বক্তৃতা করেন, জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, অতিরিক্ত পুলিশ সুপার রাজু আহমেদ, হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক সজীব আলী।
Leave a Reply