হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে পাঁচ আদর্শ শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কণ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
শনিবার বিকেলে হবিগঞ্জ বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘আদর্শ শিক্ষক টি আলী স্যার’ জন্মবার্ষিকী উদযাপন পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আবু জাহির। উদযাপন পরিষদের আহ্বায়ক সাংবাদিক হারুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড জহিরুল হক শাকিল, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু কুমার কর্মকার, সাংবাদিক ফেরদৌস করিম আখনজী ও জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদ।
পরে শিক্ষদের হাতে সম্মাননা ক্রেস্ট ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
Leave a Reply