হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে সবজির দাম কেবলই বাড়ছে। চলে গেছে সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরে। ফলে ক্রেতাদের নাভিশ্বাস উঠছে। অন্যদিকে বিক্রেতারা মূল্য বৃদ্ধির জন্যে দায়ী করছেন টানা বৃষ্টি ও সরবরাহ ঘাটতিকে। এ পরিস্থিতিতে সবাই প্রশাসনের বাজার তদারকির উপর জোর দিয়েছেন।
এক সপ্তাহের ব্যবধানে গড়ে প্রতি কেজি সবজিতে দাম বেড়েছে ২০/২৫ টাকা। কোন কোন সবজি বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। প্রতি কেজি ফুলকপি বাজারে ২শ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ছোট আকারের যে লাউ আগে ৪০/৪৫ টাকায় বিক্রি হতো সেটি এখন ৭০ টাকা থেকে ৮০ টাকা। এক সপ্তাহ আগে টমেটোর কেজি ছিল ৮০ টাকা থেকে ১০০ টাকা, এখন ১২০/১৩০ টাকা। প্রতি কেজি সীম ৮০ টাকা থেকে বেড়ে ১২০/১৩০ টাকায় উঠেছে। বেগুন ৬০ টাকা, ঢেড়শ ৫০/৬০ টাকা, পটল ৫০ টাকা ও গাঁজর ১২০ টাকা। এছাড়াও সকল প্রকার মসলার দাম বৃদ্ধি পেয়েছে।
সাধারণ ক্রেতাদের অভিযোগ, বৈরী আবহাওয়ার অজুহাত দেখিয়ে বিক্রেতারা বাড়তি দাম হাঁকছেন। এ কারণে মধ্যবিত্তরা আয়ের সঙ্গে সমন্বয় করতে সপ্তাহে দুদিনের বেশি বাজারে আসতে পারছেন না।
অন্যদিকে বিক্রেতারা বলছেন, গত কয়েক দিনের বৃষ্টির কারণে ক্ষেতেই নষ্ট হয়ে গেছে শাকসবজি। তাই স্থানীয়ভাবে সবজির সরবরাহ কমে গেছে। হবিগঞ্জের চাহিদার সিংহভাগ সবজিই এখন দেশের অন্যান্য জেলা থেকে কিনে আনতে হয়। এতে যেমনি সবজির দাম তেমনি পরিবহন খরচ বাড়তি দিতে হচ্ছে।
এদিকে সবজিসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আনার জন্য নিয়মিত বাজার তদারকি করতে সবাই প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন।
Leave a Reply