হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে ‘করোনা ভাইরাসে’ আক্রান্ত বলে সন্দেহভাজন একজনকে বহনকারী ট্রাকের চালক ও তার সহকারীকে আটক করে আইসোলেশনে নেওয়া হয়েছে।
রবিবার রাত ১০টায় বাহুবল থানা পুলিশ তাদেরকে আটক করে। পরে দুইজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আইসোলেশন সেন্টারে নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানায়, বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের সুন্দ্রাটিকি গ্রামের লিমন মিয়া ঢাকায় একটি গার্মেন্টেসে কাজ করতো। ঢাকা থেকেই সে ফোনে ‘করোনা’ আক্রান্ত বলে সন্দেহের কথা তার মা-বাবাকে জানায়। এ অবস্থায়ই রবিবার বিকেলে প্রতিবেশী মোজাম্মেল হকের ট্রাকে ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়; কিন্তু পথে অলিপুর এলাকায় নেমে যায়।
খবর পেয়ে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও এলাকাবাসী চালক ও তার সহকারী সহ ট্রাকটি আটক করেন।
হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা মুখলিছুর রহমান উজ্জ্বল জানান, ট্রাক চালক ও তার সহকারীর নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
Leave a Reply