হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল থেকে বীর মুক্তিযোদ্ধা বীরেশ দাশের (৬৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ বুধবার দুপুরে মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দকৃত কেবিনের দরজা ভেঙ্গে মরদেহটি উদ্ধার করে। বানিয়াচং উপজেলার নজিরপুর গ্রামের মহেশ দাশের ছেলে বীর মুক্তিযোদ্ধা বীরেশ দাশ হবিগঞ্জ শহরের শ্যামলী এলাকায় বসবাস করছিলেন।
পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বীর মুক্তিযোদ্ধা বীরেশ দাশ গত ১ মার্চ কিডনির সমস্যাসহ বিভিন্ন রোগের চিকিৎসা নিতে সদর হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার রাতে তার পরিবারের সদস্যরা তাকে একা রেখে বাসায় চলে যান। সকালে তার ছেলে বিজয় দাশ এসে দেখতে পান, কেবিনের দরজা বন্ধ। তিনি বিষয়টি সদর হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে তারা সদর থানায় খবর দেন। পুলিশ গিয়ে দরজা ভেঙ্গে ভেতরে মরদেহ পড়ে থাকতে দেখে।
সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা হেলাল উদ্দিন বীর মুক্তিযোদ্ধা বীরেশ দাশের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সদর থানার এসআই সাইদুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply