হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ সংঘবদ্ধ গাড়িচোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে। এসময় ২টি প্রাইভেট কারও উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, মালেক মিয়া, আশিক মিয়া ও সেলিম মিয়া। প্রাইভেট কারগুলো গাজীপুর জেলা থেকে তারা চুরি করে এনেছে বলে পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, ১৬ জুন গোয়েন্দা পুলিশ খবর পায়, গাড়িচোর চক্রের কিছু সদস্য তাদের নির্ধারিত ক্রেতার কাছে চোরাই গাড়ি বিক্রির জন্য রাজার বাজার পূবালী ব্যাংকের সামনে রাস্তায় অবস্থান করছে। এর ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা চুনারুঘাট উপজেলার গাজীপুর গ্রামের রফিক মিয়া ও হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামের আনু মিয়ার সহায়তায় ৩টি প্রাইভেট কার, ১টি পিকআপ ভ্যান ও মোটর সাইকেল সহ ৫০টি গাড়ি বিভিন্ন জনের কাছে বিক্রি করেছে বলে স্বীকার করেছে।
Leave a Reply