হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে যাত্রাপাশা কিশোর সংঘ নামক একটি সংগঠনের নাম ব্যবহার করে প্রভাবশালীরা নিরীহ ব্যক্তিদের সম্পত্তি দখল করেছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার দুপুরে যাত্রাপাশা পাঠানটুলা গ্রামের মৃত সাবান মিয়ার ছেলে মো শাহীন মিয়া হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
এতে লিখিত বক্তব্যে তিনি বলেন, তার বসতবাড়ির উত্তরাংশে ব্যক্তিমালিকানাধীন ৮ একর ভূমি তাদের পৈত্রিক সম্পত্তি; কিন্তু যাত্রাপাশা গ্রামের প্রভাবশালী জয়নাল আবেদীন ও আমির হোসেনসহ একটি মহল কিশোর সংঘ নামক সংগঠন তৈরি করে তার ওই জায়গাটি জোর পূর্বক দখল করেছে। তিনিসহ তার লোকজন এই জায়গা উদ্ধার করতে গেলে তাদের উপর হামলা চালানো ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ব্যাপারে তিনি বানিয়াচং থানায় একটি জিডি ও জ্যেষ্ঠ বিচারিক হাকিম আমলী আদালত হবিগঞ্জ-৪ এ একটি মামলা দায়ের করেছেন।
তিনি মামলার সুষ্ঠু তদন্ত করে তার জায়গা উদ্ধারের দাবি জানান।
Leave a Reply