হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের শ্রী শ্রী কালি গাছতলার বহুতল বিশিষ্ট কালিমন্দিরের ছাদ ঢালাইয়ের কাজ শুরু হয়েছে।
শনিবার সকালে ছাদ ঢালাই কাজ উদ্বোধন করেন, জেলা আওয়ামী যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম। শ্রী শ্রী কালিবাড়ি মন্দিরের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাস তাকে অভ্যর্থনা জানান।
এ সময় শ্রী শ্রী কালিবাড়ি মন্দির কমিটির সাংস্কৃতিক সম্পাদক সিদ্ধার্থ বিশ্বাস সহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাস জানিয়েছেন, প্রায় ৪৫ লাখ টাকা ব্যয়ে শ্রী শ্রী কালিমন্দিরের নতুন ভবনের কাজ এগিয়ে চলেছে।
এ ভবন নির্মাণে যারা সহযোগিতা করছেন তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
Leave a Reply