হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের নিহত সদস্যদের মৃত্যু দাবির অর্থ পরিশোধ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ সুপুার বিধান ত্রিপুরা ১৬ জন শ্রমিকের পরিবারের হাতে ৬ লাখ ৪০ হাজার টাকা তুলে দেন।
জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সজীব আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় শ্রম দফতরের সহকারী পরিচালক মোশাররফ হোসেন, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি সিরাজ উদ্দিন খান, জেলা মোটর মালিক গ্রুপের সেক্রেটারি শঙ্খ শুভ্র রায়, দিগন্ত পরিবহণের ব্যবস্থাপক মিয়া মোহাম্মদ ইলিয়াছ ও জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি কাজী মলাই মিয়া।
Leave a Reply