হবিগঞ্জ প্রতিনিধি : ‘এখনই কাজ শুরু করি, কুষ্ঠরোগ নির্মূল করি’ প্রতিপাদ্য বিষয় নিয়ে হবিগঞ্জে বিশ্ব কুষ্ঠ দিবস-২০২৩ পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধি সহ বিভিন্ন পেশার লোকজন অংশ নেন।
পরে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে অন্যদের মাঝে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা মোহাম্মদ নূরুল হক ও ডেপুটি সিভিল সার্জন ডা মুখলেছুর রহমান।
বক্তারা জানান, কুষ্ঠ রোগ কোন অভিশাপ নয়। নিয়মিত চিকিৎসা ও জনসচেতনতার মাধ্যমে এর প্রতিকার সম্ভব।
Leave a Reply