হবিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির ৮৪ তম জন্মদিন উপলক্ষে হবিগঞ্জে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী মঈন উদ্দিন চৌধুরী সুমনের উদ্যোগে সোমবার দুপুরে আরডি হল প্রাঙ্গণে ৩ শতাধিক অসহায় মানুষের মাঝে লোকজনদের মাঝে শীতবস্ত্র ও অর্থ বিতরণ করা হয়।
এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আবু জাহির এমপি। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন চৌধুরী বুলবুল ও কোষাধ্যক্ষ মিজানুর রহমান শামীম। এছাড়াও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা বিপ্লব রায় চৌধুরী, শেখ আব্দুল হাকিম, আলম মিয়া, ফারুক আহমেদ, মিলন মিয়া, ধ্রুবজ্যোতি দাস টিটু, শাহ বাহার, শাওন আহমেদ, এম এ মামুন, তারেক মাহমুদ, নাজিম উদ্দিন, অপু আহমেদ, তন্ময়, সাকিব।
এ সময় বক্তারা যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির জীবনী নিয়ে আলোচনা করেন এবং দেশের জন্য তার অবদানের কথা স্বীকার করেন।
Leave a Reply