হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে তীব্র শীতে গ্রামাঞ্চলের মানুষরা জবুথবু হয়ে আছে। গত ৭ দিন ধরে অনেকে ঘর থেকেই বের হচ্ছেনা।
হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের পূর্ব ভাদৈসহ আশপাশের গ্রামগুলোর অবস্থা খুব খারাপ। জেলা প্রশাসন থেকে শীতবস্ত্র বিতরণ করা হলেও অনেকের ভাগ্যে তা জুটেনি বলে খবর পাওয়া গেছে।
ডায়রিয়া, সর্দি, কাশি ও নিউমোনিয়াসহ ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে অনেকেই সদর আধুনিক হাসপাতালে ছুটে আসছেন। বৃহস্পতিবার পর্যন্ত একসপ্তাহে রোগী ভর্তি হয়েছে ৮শ ৫০ জন। শিশু ওয়ার্ডে হাঁটাচলার জায়গাও নেই।
সদর আধুনিক হাসপাতালের শিশুরোগ বিশষজ্ঞ ডা কায়সার রহমান জানান, প্রতিদিন হাসপাতালে দেড়শ থেকে দুইশ রোগী আসে। শীতজনিত কারণে জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া, পাতলা পায়খানা ও ডায়েরিয়ার প্রকোপ অনেক বেড়ে গেছে।
Leave a Reply