হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার আইলারই গ্রামে ৯ বছরের শিশু তাকমিনা আক্তার লিজা হত্যা মামলার রহস্য উদঘাটনের ৫ মাস পর প্রধান আসামি তাকবীর হাসানকে (২০) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই হবিগঞ্জের একটি বিশেষ টিম গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খুলনা থেকে তাকে গ্রেফতার করা হয়। লিজা আইলারই গ্রামের সাগর আলীর মেয়ে।
পিবিআই জানায়, ২০২১ সালের ২১ জুলাই ঈদুল আযহার দিন সকালে তাকমিনা আক্তার লিজার মা সেলিনা বেগম মেয়েকে পাশের গন্ধর্বপুর গ্রামের একটি দোকান থেকে নুডুলস ও প্রয়োজনীয় কিছু জিনিস আনতে পাঠান; কিন্তু সে আর বাড়ি ফিরে আসেনি। অনেক খোঁজাখুজি করেও তার কোন সন্ধান না পেয়ে মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
তবে ২৫ জুলাই সকালে প্রতিবেশী দুই মহিলা গ্রামের বাঁশঝাড়ের ভিতরে লাকড়ি কুড়াতে গিয়ে তাকমিনা আক্তার লিজার অর্ধগলিত মরদেহ দেখতে পান।
এ ঘটনায় অজ্ঞাতদের বিরুদ্ধে লিজার মা সেলিনা বেগম একটি মামলা দায়ের করেন। পরবর্তী সময়ে মামলাটি তদন্তের দায়িত্ব পিবিআইকে দেওয়া হয়।
পিবিআইর মামলা তদন্তকারী কর্মকর্তা উপ পুলিশ পরিদর্শক শাহনেওয়াজ তথ্য প্রযুক্তির সহায়তায় ও বিশ্বস্ত সোর্সের মাধ্যমে গত ৭ জুলাই বাহার উদ্দিন এবং ৯ জুলাই খাদিজা আক্তার তাজরীন ও আমেনা খাতুন-এই তিনজনকে গ্রেফতার করেন। পরে তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, তাকবীর হাসান লিজাকে গলা টিপে হত্যা করে এবং হত্যার পরই পালিয়ে যায়।
এরপর থেকে আসামি তাকবীরকে গ্রেফতারের জন্য পিবিআই বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। একপর্যায়ে ২৩ জুলাই তাকে খুলনা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর তাকবীর হাসান জিজ্ঞাসাবাদে জানায়, তার সাথে গ্রামের একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। এ সম্পর্ক চলাকালীন একদিন সন্ধ্যায় তারা দেখা করতে গেলে তাকমিনা আক্তার লিজা তাদেরকে একত্রে দেখে ফেলে। এ ঘটনাটি মেয়েটির মাকে জানিয়েও দেয়। এরই পরিপ্রেক্ষিতে মেয়েটির সঙ্গে তার প্রেমের সম্পর্ক নষ্ট হয়ে যায়। এতে আক্রোশান্বিত হয়ে সে লিজাকে গলা টিপে হত্যা করে।
গ্রেফতারকৃত তাকবীর হাসানকে রবিবার আদালতে সোপর্দ করা হলে সে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
পিবিআই হবিগঞ্জ জেলা ইউনিটের পুলিশ সুপার মো আল মামুন সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
Leave a Reply