নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জে শিশু ধর্ষণের দায়ে জসিম উদ্দিন ও নূরুল আমিন নামের দুই যুবকের যাবজ্জীবন করাদণ্ড হয়েছে।
তাদের ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। অনাদায়ে তাদেরকে আরও ৬ মাস করে কারাদণ্ড ভোগ করতে হবে। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরুজা পারভিন এ রায় ঘোষণা করেন।
জসিম উদ্দিন বানিয়াচং উপজেলার প্রথমরেখ মহল্লার ওয়াহাব মিয়ার ও নূরুল আমিন আব্দুল আলীর ছেলে। তবে ঘটনার সাথে সম্পৃক্ততা না থাকায় একই এলাকার কারবারী উল্লাহর মেয়ে রুহেনা আক্তারকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
২০১৫ সালের ৪ এপ্রিল প্রথম রেখ মহল্লায় ১৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করা হলে ৬ এপ্রিল বানিয়াচং থানায় ৩ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
মামলার আসামি পক্ষের আইনজীবী মহিবুর রহমান বাহার জানান, তারা উচ্চ আদালতে আপিল করবেন।
Leave a Reply