হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের নাতিরাবাদ এলাকায় সংঘর্ষ থামাতে গিয়ে হামলার শিকার হয়ে এক ব্যবসায়ী ও তার পিতাসহ ৩ জন আহত হয়েছেন।
আহত ব্যবসায়ী রিপন মিয়াকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানান, মঙ্গলবার বিকেলে এলাকার সামছু মিয়ার ছেলে তন্ময়ের সাথে একই এলাকার আল-আমিনের ভাগ্নের ঝগড়া হয়। পরে তাদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় প্রতিবেশী রিপন মিয়া সহ এলাকার কয়েকজন মুরব্বি সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন। এরপর সন্ধ্যা ৭টার দিকে রিপন মিয়া ও তার দোকানের ম্যানেজার রিপন আহমেদ উমেদনগর শিল্প এলাকার দোকান থেকে বাসায় ফেরার জন্য রওয়ানা হলে চৌধুরী বাজার জামে মসজিদের সামনে আল-আমিন ও তার আত্মীয়রা তাদের উপর অতর্কিত হামলা চালায়। খবর পেয়ে রিপন মিয়ার বাবা সিদ্দিক আলী এগিয়ে এলে তার উপরও হামলা চালানো হয়। খবর পেয়ে চৌধুরী বাজার ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলাকারীরা রিপন মিয়ার কাছে থাকা দোকানের নগদ ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে বলে তার বাবা অভিযোগ করেছেন।
Leave a Reply